আরও একবার নিজেকে প্রমাণ করলেন আফিফ। দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠলেন তিনি। মোহামেডান আবাহনী ম্যাচের সেই উত্তাপ এখন সেভাবে পাওয়া যায় না যেকোনো স্পোর্টসেই।
ক্রিকেটে তো সেটা আরো নেই বলেই চলে। ঘরোয়া ক্রিকেটে যেখানে আবাহনী মিলিটেডের আধিপত্য সেখানে রং হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত বছর সাকিব কান্ডে উত্তেজনা ফিরে আসে। সাকিব-মুশফিক-রিয়াদ-হাফিজ-তাসকিনদের নিয়ে দল গড়েছে দলটি। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি মোহামেডান চমক দেখাবে। তা আর হলো কই?
সাকিব-মুশফিক-তাসকিনরা দলের সাথে নেই। মাঝপথে রিয়াদ দলে ফিরলেও ফেরেননি ফর্মে। হাফিজও ব্যর্থ। আজ দুজন রান করলেও হেরেছে দল। রিয়াদের ৩৭ বলে ৪২ আর হাফিজের ১০১ বলে ৭০ রানে ভর করে মোহামেডান তোলে ২৫৫/১০ রান।
জাবাবে বিহারির ৫৯, অনিকের ৬০, মোসাদ্দেকের ৫২* আর আফিফের ৪৮* রানে ভর করে আবাহনী ম্যাচ জেতে ৬ উইকেটে।
বল হাতে ৩৭ রানে ২ উইকেট আর ব্যাট হাতে ৩৮ বলে ৪৮* করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফিফ।