1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ আশরাফুল
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন

তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ আশরাফুল

  • সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৫ ০ পঠিত
সেঞ্চুরি

এবার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে আবারো ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। গতকাল ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মোঃ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে এই দিন ১১৭ বলে ১৭টি চার এবং একটি ছক্কা হাকিয়ে ১৩২ রান করেন মোহাম্মদ আশরাফুল।

এদিকে ব্যাটিং এর পর বল হাতেও জ্বলে ওঠেন মোহাম্মদ আশরাফুল। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হয় কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাব। বল হাতে ১০ ওভার বোলিং করে একটি মেডেইন সহ ৩৪ রানে এক উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

এদিন ব্যাট হাতে এই টুর্নামেন্টে মোঃ আশরাফুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮২। যা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোর। গতকালের সেঞ্চুরি সহ মোট এই আসরে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন মোঃ আশরাফুল।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports