সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৭০ রান।
ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রোটিয়ান দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক উড়ন্ত সূচনা এনে দেন। ৬ ওভারে রান তোলে ফেলে ৪৫।
এরপরে মেহেদী মিরাজ ডি কককে ফেরালে রানের গতি কিছুটা কমে স্বাগতিকদের। ১২ রান করে ডি কক ফিরলেও একপ্রান্তে আক্রমণাত্মক খেলতে থাকে মালান।
অপরপ্রান্তে তিনে নামা কাইল ভেরেইনকে তাসকিন ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ওপেনার মালান ও চারে নামা অধিনায়ক টেম্বা বাভুমা সাবধানী ক্রিকেট খেলতে থাকেন। বাংলাদেশী বোলাররাও চাপে ফেলে এই দুই ব্যাটারকে।
বোলারদের চাপে শেষ পর্যন্ত ধরা দেন মালান। এই ওপেনারকে ব্যক্তিগত ৩৯ রানে মুশফিকের ক্যাচে পরিণত করেন তাসকিন। এই মুহূর্তে বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন মাঠে আছেন।
বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত তাসকিন ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। এছাড়াও মিরাজ ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।