1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
তাসকিনকে নিয়ে স্বস্তির খবর
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন

তাসকিনকে নিয়ে স্বস্তির খবর

  • সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩ ০ পঠিত
তাসকিন

কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আবার হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করেছিলেন পেসার তাসকিন আহমেদ। মূলত বোলিংয়ের সময় ব্যথা বেশি বোধ করতেন।

তবে স্বস্তির বিষয় হলো তিন দিন বিশ্রামের পর তাসকিন বোলিংয়ে ফিরেছেন, কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি।

মঙ্গলবার (২১ জুন) তাসকিন মিরপুরে বোলিং করেন। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিকেলে মুঠোফোনে রাইজিংবিডিকে দেবাশীষ বলেন, ‘তাসকিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমর ব্যথা অনুভব করেন।

পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি। বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না।

তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।’

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই তারকা পেসার।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। সব ঠিকঠাক থাকলে ২৩ জুন উইন্ডিজের বিমান ধরবেন তাসকিন।

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা (ওয়ানডেতে) হওয়ার পরও একটি টেস্ট খেলে ফিরতে হয় দেশে।

একই কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষেও। বাংলাদেশকে বেশ ভুগিয়েছিল তার অনুপস্থিতি। মাঝে লন্ডনে যান চিকিৎসার জন্য। অবশেষে চিকিৎসা শেষে তাসকিনের এখন মাঠে ফেরার পালা।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports