তামিমের ফিফটি, শান্তর সঙ্গে জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা শুরুতেই ধাক্কা।
মাহমুদুল হাসান জয় শূন্য রানেই ফেরেন সাজঘরে। তবে সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠেছেন তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত। দুজনই খেলছেন বেশ দেখেশুনে।
ইতিমধ্যে ফিফটি পার করেছেন তামিম। এখন পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ৯১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ১ উইকেটে ৯৩ রান।
তামিম ৮৩ বল খেলে ৯ বাউন্ডারিতে ব্যাটিং করছেন ৫৫ রান নিয়ে। ৬১ বলে ৪ চারের সাহায্যে ৩৬ রানে অপরাজিত আছেন তার সঙ্গী শান্ত।
টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ এটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের সেই প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
অ্যান্টিগার কুলরিজ ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। দলীয় ২ রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরের পথ ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। লুইসের বলে ইমল্যাচকে ক্যাচ দেন তিনি।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।