নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ম্যাচে মাত্র ৮ রান করে আউট হয়ে যান টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি।
ব্যাট হাতে উজ্জ্বল না হতে পারলেও অনন্য এক রেকর্ডবুকে নিজের নাম ঠিকই লিখেছেন ফারজানা।
ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লেন এ ডানহাতি ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। নারী ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন ফারজানা।
গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলকে নাম লিখিয়েছিলেন টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি।
শুক্রবার সকালে ওয়েলিংটনে শুরু হয় ম্যাচটি। প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।
হাজারী ক্লাবে ঢুকতে এদিন ফারজানার প্রয়োজন ছিল মাত্র ৫ রানের। ২২ বলে ৮ রান করে এখন পিংকির সংগ্রহ ১০০৩ রান।
নারীদের ওয়ানডেতে এ মাইলফলক ছুঁতে ফারজানার পরেই রয়েছেন অলরাউন্ডার রোমানা আহমেদ।
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ৫৫ রান করা রোমানা তার ক্যারিয়ারে ৪৫ ইনিংসে করেছেন ৯৪৮ রান। আর ৫২ রান করতে পারলেই হাজার পূরণ হবে তার।
হাজার রানের দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও অনেক পিছিয়ে তিনি। ২৬ ইনিংসে তার সংগ্রড় ৪৯৭ রান।