1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
টস জিতে বোলিংয়ে দিল্লি, একাদশে পরিবর্তন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন

টস জিতে বোলিংয়ে দিল্লি, একাদশে পরিবর্তন

  • সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৩ ০ পঠিত
চ্যালেঞ্জার্স

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত ৮ টায়। ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এদিকে দিল্লীর হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে অস্ট্রেলীয় তারকা মিচেল মার্শের, যিনি খেলবেন তারই সাবেক দল ব্যাঙ্গালোরের বিপক্ষে। মার্শকে জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল। একটি পরিবর্তন এসেছে ব্যাঙ্গালোরের একাদশেও। আকাশ দীপের জায়গায় সুযোগ পেয়েছেন হার্শাল প্যাটেল।

এদিকে পাঁচ ম্যাচের ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাদের চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর পরপর দুই ম্যাচে হেরে কিছুটা বাজে ভাবে শুরু করে দিল্লি। তবে শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচেই বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনিই।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশঃ ফাফ ডু প্লেসি (অধিনায়ক(, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও জশ হ্যাজলউড।

দিল্লী ক্যাপিটালস একাদশঃ পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল মার্শ, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports