তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার, তা হয়তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। ড্যাশিং এ ওপেনার ক্রিকেটে পা না রাখলে কোন পেশায় যেতেন? নিশ্চয়ই তা জানতে ইচ্ছে করে ভক্তদের। মঙ্গলবার (৩০ আগস্ট) রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সে উত্তরই দিয়েছেন এ তারকা।
চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে রবি আজিয়াটা লিমিটেডের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম জানান তার বিকল্প পেশার নাম। তিনি জানান, ‘এ হল থেকে ২০০ মিটার দূরেই এম এ আজিজ আউটার স্টেডিয়ামে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। আমার বাবার অনুপ্রেণাতেই আজ এতদূর আসা। ক্যারিয়ারে ক্রিকেট বেছে না নিলে হয়তো ব্যবসায়ী হতাম।’
রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম উচ্ছ্বাস প্রকাশ করে আরও বলেন, ‘রবি উদ্ভাবনী চিন্তা ও দারুণ সব আয়োজনে গ্রাহককে বেঁধে রেখেছে। তাদের নেটওয়ার্ক ব্যবস্থা এখন বেশ শক্তিশালী। অনেক বড় বড় প্রতিষ্ঠানকে আমি দেখেছি। কিন্তু রবি আদতে একটি পরিবারের মতো। রবির মাধ্যমে অনেক দিন পর চট্টগ্রামে আসতে পারলাম। এ জন্য রবিকে ধন্যবাদ।’
রবির গ্রাহকদের গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন ও অকৃত্রিম ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে ‘আরার চাটগা উৎসব’ অনুষ্ঠানের আয়োজন করে রবি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ হয় এ প্রোগ্রাম। সন্ধ্যা সাতটায় শুরু হয় মূল অনুষ্ঠান। তবে তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল। অপেক্ষার পালা শেষে আলো ঝলঝলমলে মঞ্চে হাজির হন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার এম রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে শিহাব আহমেদ বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে রবির নিবিড় সম্পর্ক। দীর্ঘ ২৫ বছর ধরে রবি সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আর এ পথচলায় চট্টগ্রামবাসী রবিকে গভীরভাবে সমর্থন দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে রবি। টেলিকম সেবার প্রথম দিন থেকেই চট্টগ্রামের গ্রাহকেরা রবির সঙ্গে ছিলেন। গ্রাহকেরা রবির প্রতি গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন। এটি অত্যন্ত গৌরবের।’
প্রসঙ্গত, তামিম ইকবাল ছাড়াও রবি কর্তৃপক্ষ অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সাফা কবিরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারা দুই বছরের জন্য অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।