চলতি বছরটা ফুটবল বিশ্বকাপের। আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে ২০২২ কাতার বিশ্বকাপের। ঠিক একদিন পরই নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
নিজেদের গ্ৰুপে সৌদি আরব ছাড়াও পোল্যান্ড এবং মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
এবারই প্রথম কোনো মেজর টুর্নামেন্ট বসতে চলেছে কাতারে, যদিও এরই মধ্যে কাতারে শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার। সেটাও আবার বিশ্বকাপের মতো আসরে।
গত শতাব্দীর শেষ দিকে কাতারে বসেছিলো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। সেবার বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
১৯৯৫ সালের ২৮ এপ্রিল হওয়া ফাইনালে ব্রাজিল ২-০ গোলে হারায় হোসে পেকারম্যানের দল।
ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল দুইটি করেন লেওনার্দো বিয়াগিনি ও ফ্রান্সিসকো গুয়েরেরো।
সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ও সেমিফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
সবমিলিয়ে আসরে পাঁচ জয় ও এক পরাজয় ছিল তাদের। একমাত্র পরাজয় ছিল গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে।