চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের জন্য ভারতের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা হয়নি বিরাট কোহলির। বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দর চাহালকে।
টি-টোয়েন্টি দলে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। তবে ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে দলে ফিরতে পারেন কুলদীপ যাদব ও লোকেশ রাহুল।
এদিকে দীর্ঘদিন বিরতির পর আবার টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও ইনজুরির কারণে টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে পারেননি এই স্পিনার।
সফরে পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওডিআইও খেলবে টিম ইন্ডিয়া। দুটি টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায়। ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্ত, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল পাটেল, অর্শদীপ সিংহ।