টি-টোয়েন্টির এই যুগে অসংখ্য ক্রিকেটার আছেন যারা এক হাতে ম্যাচ বদলে দিতে পারেন। তাদের কারও রাজত্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, কেউ আবার গোটা আন্তর্জাতিক ক্রিকেটকেই মাতোয়ারা করছেন দুর্দান্ত পারফরম্যান্সে। এমন ক্রিকেটারদের মধ্য থেকে শেন ওয়াটসন বেছে নিয়েছেন ৫ ক্রিকেটারকে, যারা তার চোখে টি-টোয়েন্টির ‘সেরা’। সেই ৫ ক্রিকেটারের ৩ জনই আবার এশিয়ার।
ওয়াটটসন মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ৫ টুর্নামেন্ট সেরার নাম জানিয়েছেন, যারা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকবেন বলে তার ধারণা। কেন তাদের বেছে নিয়েছেন, তার কারণও ব্যাখ্যা করেছেন এই অজি কিংবদন্তি।
আইসিসি রিভিউতে ওয়াটসনের বেছে নেওয়া ৫ ক্রিকেটার হলেন- পাকিস্তানের বাবর আজম, ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।
বাবরকে ওয়াটসন বেছে নিয়েছেন তার প্রভাব বিস্তার করা পারফরম্যান্সের কারণে। তিনি বলেন, ‘প্রথমেই আমি বাবর আজমকে বেছে নিব। সেই এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। সে জানে কীভাবে প্রভাব বিস্তার করতে হয়। সে অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলতে পারে।’ অস্ট্রেলিয়ার কন্ডিশন বাবরের জন্য জুতসই বলেই মনে করেন ওয়াটসন।
এরপর এই অলরাউন্ডার রেখেছেন ভারতের সূর্যকুমার যাদবকে, যিনি সাবলীল ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেই চলেছেন। ওয়াটসনের ভাষায়, ‘সে অবিশ্বাস্য ব্যাটিং করে।’
এরপর তিনি বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জস বাটলারকে। গত বিশ্বকাপের নায়ক ওয়ার্নার খেলবেন ঘরের মাঠে। বাটলার আবার আছেন উড়ন্ত ফর্মে। ওয়াটসন বলেন, ‘ওয়ার্নার গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছে, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছে। ঘরের মাঠে স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারবে। বাটলার এবার আইপিএলে চারটি সেঞ্চুরি করেছে। সে ছন্দে থাকলে তাকে আউট করা অসম্ভব হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার কন্ডিশনও সে ভালো জানে।’
সম্ভাব্য সেরার সর্বশেষ তালিকায় ওয়াটসন রেখেছেন শাহীন শাহ আফ্রিদিকে, যিনি এশিয়া কাপে চোটের কারণে খেলতে না পারলেও বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন। ওয়াটসন বলেন, ‘গত বিশ্বকাপে আমরা তার সামর্থ্য দেখেছি। অস্ট্রেলিয়ায় সে দাপট না দেখালে অবাক হবো।’