1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
এবারের বিশ্বকাপটা মেসিরই প্রাপ্য
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

এবারের বিশ্বকাপটা মেসিরই প্রাপ্য

  • সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৭ ০ পঠিত
মেসি

অনেকের মতে এবারের বিশ্বকাপটাই হতে পারে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তবে ২০০৬ সালের বিশ্বকাপ থেকে খেলে আসা মেসি এখন পর্যন্ত শিরোপা জিততে পারেননি। তবে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন মেসির জন্য এবারের বিশ্বকাপটা প্রাপ্য বলে মনে করেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সমান।

গেল বছর কোপা আমেরিকা জেতার পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আর্জেন্টাইন খেলোয়াড়রা বেশ কয়েক বারই বলেছেন, এবার বিশ্বকাপই লক্ষ্য তাদের। ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর পর থেকে আলোচনাটা পেয়ে গেছে নতুন মাত্রা।

এছাড়া আর্জেন্টিনার অধিনায়ক মেসিও আছেন দারুণ ছন্দে। আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। গত মৌসুমটা পিএসজির হয়ে তেমন কিছু করতে না পারলেও, চলতি মৌসুমে ফরাসি ক্লাবটির হয়েও মেসি আছেন দারুণ ফর্মে। তাই মেসি এবং আর্জেন্টিনার এমন চমৎকার ফর্মের কারণেই ইউর্গেন ক্লিন্সমান এমন কথা বলেছেন।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওনকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান কোচ বলেন, ‘আমার মনে হয় এটিই তার (মেসি) শেষ বিশ্বকাপ। ফুটবলের সবারই একটা ইচ্ছে আছে। সে ইচ্ছেটা হচ্ছে মেসি তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে তার ক্যারিয়ারে যা করেছে, ফুটবলের প্রতিনিধিত্বটা সে যেভাবে করেছে, তা দিয়ে বিশ্বকাপটাও জিতবে, যেমনটা ডিয়েগো (ম্যারাডোনা) জিতেছিল।’

ক্লিন্সমান আরও বলেন, ‘অন্য কে কারোর চেয়ে মেসিরই এই বিশ্বকাপটা বেশি প্রাপ্য। মেসির উচিত বিশ্বকাপটা কাতার থেকে নিজের ঘরে নিয়ে যাওয়া।’

বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের অধিনায়ক মেসি ছাড়াও, অন্যরাও দারুণ ছন্দে আছেন। দলের কোচ স্ক্যালনিও দারুণ এক টিম কম্বিনেশন খুঁজে পেয়েছেন। ফলে এবার আশা করাই যায়, বিশ্বকাপে ভালো কিছুই আশা করছে আর্জেন্টিনার জন্য। আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports