1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
একেমন হার চেন্নাইয়ের, দুর্দান্ত জয় লখনউর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

একেমন হার চেন্নাইয়ের, দুর্দান্ত জয় লখনউর

  • সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫২ ০ পঠিত
আইপিএল

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুইশ রানও এখন নিরাপদ না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাই দেখা গেল। চেন্নাই সুপার কিংসের পাহাড়সম রান তুড়ি মেরে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আইপিএলের নবাগত দল লখনউ সুপার জায়ান্ট।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ের ব্র্যাবোন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।

মাত্র ২৩ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৫৫ রান নিয়ে অপরাজিত ছিলেন এভিন লুইস। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ৯ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন আয়ূশ বাদোনি।

লখনউর জয়ের ভিত গড়ে দিয়েছেন অবশ্য লোকেশ রাহুল-কুইন্টন ডি কক। দুজনের ওপেনিং জুটি থেকে ১০.১ ওভারে আসে ৯৯ রান। ২৬ বলে ৪০ রান করে রাহুল আউট হলে ভাঙে এই জুটি।

ডি কক থামেন হাফ সেঞ্চুরি করেই। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬১ রান। ৪৫ বলে ৯টি চারের মারে ডি কক এই রান করেন। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ডুয়াইন প্রিটোরিয়াস।

এর আগে রবিন উথাপ্পা-শিবাম দুবেদের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং স্কোর করতে পারে চেন্নাই। কিন্তু বোলারদের নির্বিষ বোলিংয়ে কাজে আসেনি এটি। ২৭ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে সর্বোচ্চ ৫০ রান করেন উথাপ্পা। এ ছাড়া দুবে ৪৯, মঈন আলী ৩৫ রান করেন। মহেন্দ্র সিং ধোনি ৬ বলে ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।

লখনউর হয়ে ২টি করে উইকেট নেন আবেশ খান, অ্যান্ডু টাই ও রবি বিষনুই।

এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলে একটিতেও জেতেনি চেন্নাই। অন্যদিকে দুই ম্যাচে লখনউর এটি প্রথম জয়।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports