গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে ইনজুরিতে পড়েন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি। বিশ্বকাপের পর পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে বিপিএলের অষ্টম আসর।
কিন্তু ইনজুরির কারণে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি সাইফউদ্দিনের। সাইফউদ্দিন পুনর্বাসনের সময়টা কাটিয়েছেন নিজ বাড়ি ফেনীতে।
এ সময়ে জাতীয় দলের কোচিং প্যানেল বা টিম ম্যানেজমেন্ট কেউই তার কোনো খোঁজ খবর নেয়নি বলে দাবি করেছেন সাইফউদ্দিন।
তিনি বলেন, গত সাড়ে ৫ মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্টের কেউই আমার সাথে যোগাযোগ করেনি।
আমি এখন জাতীয় দলে নেই। তাই জাতীয় দল নিয়েও ভাবনা নেই। দল যদি মনে করে আমার প্রয়োজন তখন জাতীয় দল নিয়ে কথা বলব।
তবে বাংলাদেশ টাইগার্স, জাতীয় দল ও অনুর্ধ্ব-১৯ দল নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন কোচ-ট্রেনাররা। এ কারণে কোচদের নিয়ে অভিযোগ নেই সাইফউদ্দিনের।
একই কারণে মিরপুরেও আনাগোনা ছিল না তার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য সাইফউদ্দিনের।
তিনি বলেন, আপাতত লক্ষ্য হচ্ছে প্রিমিয়ার লিগ। সেখানে ভালো খেলতে চায়। তবে এখানে খেলে জাতীয় দলে যেতে হবে এমন কিছু ভাবনা নেই। যা হওয়ার তা হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই।