ভারত-পাকিস্তান মহারণ মানেই মাঠ এবং মাঠের বাইরে তুমুল লড়াই। চলমান এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছিল গেল রোববার (২৮ আগস্ট)। স্লো ওভার রেটের কারণে ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়েছিল দুই দল। এবার ম্যাচ শেষেও জরিমানা গুনতে হচ্ছে বাবর আজম ও রোহিত শর্মাদের।
হাইভোল্টেজ ম্যাচটিতে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি দু’দলই। এতে ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়েন তারা। শেষের তিন ওভার ৩০ গজ বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারেনি ভারত ও পাকিস্তান।
গত জানুয়ারি থেকে নতুন এই নিয়ম চালু করেছে আইসিসি। প্রতিটি ইনিংসেই শেষ ওভারের প্রথম বলটি করার জন্য একটি ‘কাট অফ’ সময় বেঁধে দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ে শেষ ওভার শুরু করতে না পারলে তখন যত ওভার বাকি থাকে, পুরোটাই বোলিং করতে হয় বৃত্তের ভেতর ৫ জন ফিল্ডার নিয়ে। এই শাস্তির নাম ‘ইন-ম্যাচ পেনাল্টি।’
সেই সঙ্গে আর্থিক জরিমানা তো আছেই। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
ম্যাচ শেষ হওয়ার দুই দিন পর জরিমানার বিষয়টি জানাল আইসিসি। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে দুই দলের অধিনায়ক নিজেদের ভুল স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, পাক-ভারত মহারণে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।