1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
ইবাদতের বলে আউট হওয়ার পর সেঞ্চুরি বিহীন ১০০০ দিন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

ইবাদতের বলে আউট হওয়ার পর সেঞ্চুরি বিহীন ১০০০ দিন

  • সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৯ ০ পঠিত
বিরাট

সমকালীন ক্রিকেটের সেরা চার ব্যাটারের একজন ছিলেন বিরাট কোহলি। নিঃসন্দেহে এখনও সবাই তাই বলবে। কিন্তু কোহলির ব্যাট তো সে কথা বলছে না। ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন।

ওয়ানডেতে ৪৩টি আর টেস্টে ২৭টি। শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলা যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন থেকেই কেন যেন ফর্ম হারিয়ে ফেলেন কোহলি।

আজ তার সেঞ্চুরি বিহীন থাকার ১ হাজারতম দিন! একটা সময় কোহলির মাঠে নামাই ছিল রানের বন্যা বয়ে যাওয়া।

নিয়মিত সেঞ্চুরি করতেন। যদিও ২০১৯ সালের নভেম্বরে ইন্দোরে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ‘ডাক’ মেরেছিলেন। ম্যাচটি ইনিংস এবং ১৩০ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট ছিল কলকাতার ইডেন গার্ডেনে। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া দিবা-রাত্রির ওই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের; এমনকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।

সেই টেস্টে ১৯৪ বলে ১৮ বাউন্ডারিতে ১৩৬ রানের ইনিংস উপহার দেন বিরাট কোহলি। আড়াই দিনেরও কম সময়ে তার দল জয় পায় ইনিংস এবং ৪৬ রানে। ইবাদত হোসেনের বলে তাইজুল ইসলামের তালুবন্দি হয়ে ফিরেন কোহলি। সেটাই শেষ। এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই তিনি আর সেঞ্চুরির দেখা পাননি। বারবার বিশ্রামে গিয়েও লাভ হচ্ছে না। চলতি মাসের ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন কোহলি। সবাই অধীর অপেক্ষায় তার ব্যাটে রান দেখার জন্য।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports