আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মত অংশগ্রহণ করেই বাজিমাত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও
আজ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। দারুণ এই জয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন ফাহিমা খাতুন। ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন ২৯ বছর বয়সী এই লেগস্পিনার।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে ফাহিমা বলেন, ‘সবার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই আমি। সবসময় দলের জন্য খেলতে প্রস্তুত থাকি। আমি মোটেও নার্ভাস ছিলাম না। শুধু ঠিক জায়গা বোলিং করেছি এবং এতেই সাফল্য এসেছে।’
উইকেটে ব্যাটার-বোলারদের জন্য সমান সুবিধা ছিলো জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই উইকেটে কারও জন্য বাড়তি সুবিধা ছিল না। স্পোর্টিং উইকেট ছিল। আমি খুবই খুশি এবং উত্তেজিত যে নিজের দলের জন্য পারফর্ম করতে পেরেছি।’