1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
আর্জেন্টিনা দল থেকে বাদ দিবালা, চমক ১৭ বছরের তরুণ
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

আর্জেন্টিনা দল থেকে বাদ দিবালা, চমক ১৭ বছরের তরুণ

  • সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৬ ০ পঠিত
স্কোয়াড

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য নিজেদের ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে ফিরেছেন আগের দুই ম্যাচে না খেলা লিওনেল মেসি।

তার ফেরাটা ছিল অনুমিতই। করোনা থেকে মাত্রই সেরে উঠায় সবশেষ দুই ম্যাচে ছিলেন না তিনি। মেসি থাকলেও এই স্কোয়াডে নেই পাওলো দিবালা।

ইনজুরি থেকে কিছুদিন আগেই ফিরেছেন ক্লাবের হয়ে। তবে তাকে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

তার ঘোষিত স্কোয়াডে একরকম চমক হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড যুব দলের ১৭ বছরের তরুণ আলেহান্দ্রো গারেঞ্চো।

১১ বছর পর ম্যান ইউনাইটেডের যুব দল এফএ কাপের শিরোপা জিতেছে। তাতে নজর কেড়েছিলেন গারেঞ্চো। সেমিফাইনালে উলভসের বিপক্ষে ৩-০ গোলে জেতার ম্যাচে তার একটা গোল প্রশংসা কুড়ায়।

এখনও ম্যান ইউনাইটেডের মূল দলে না খেলা এই তরুণ খেলেছেন স্পেনের বয়সভিত্তিক দলেও।

গারেঞ্চোসহ ২০ বছরের নিচের আরও পাঁচ ফুটবলারকে ডেকেছেন স্ক্যালোনি। তারা হলেন- ইন্টার মিলানের ডুয়ো ফ্রাঙ্কো ও ভ্যালেন্টিন কার্বোনি, ভিয়ারিয়াল মিডফিল্ডার টিয়াগো গেরালনিক এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নিকোলাস পাজ। তাদের সঙ্গে থাকবেন ডি মারিয়া, পারেদেস, মেসির মতো অভিজ্ঞরাও।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের নাটকীয়তার পর ফিফার নেমে আসা শাস্তির কারণে এবারের দলে নেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা চার ফুটবলার। এর মধ্যে আছেন গোলবারের নিচে আস্থার প্রতিক হয়ে উঠা এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো চেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports