গত অক্টোবর থেকে এ বছরের মার্চ-পাঁচ মাসের মধ্যে পাঁচ সেঞ্চুরি। ২০২১-২২ মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটছে নারায়ণগঞ্জের ২০ বছর বয়সী ব্যাটার অমিত হাসানের।
প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে দুটি করে সেঞ্চুরির পর এবার রঙিন পোশাকে লিস্ট ‘এ’ প্রতিযোগিতায়ও পেয়েছেন সেঞ্চুরির দেখা।
ঢাকা প্রিমিয়ার লিগে সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে আজ (বুধবার) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৩৬ বলে ১২ বাউন্ডারিতে ১০৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন অমিত। তার এ ইনিংসে ভর করে ৭ উইকেটে ২২১ রান করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
গত জাতীয় লিগে ৬ ম্যাচে ১১ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৫৯ গড়ে ৫৯০ রান করেন অমিত। সর্বোচ্চ ১৮৬। এরপর বিসিএলে ৪ ম্যাচে ৬ ইনিংসে দুই সেঞ্চুরিতে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে ৬৪.৪০ গড়ে ৩২২ রান করেন তিনি।
সাদা পোশাকে রঙিন পারফরম্যান্স উপহার দিলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ৮ ম্যাচে রান ছিল ১১২। এবার এক ম্যাচেই করলেন অপরাজিত ১০৭। অমিত যেন বুঝিয়ে দিলেন, খেলতে জানলেন ফরমেট কোনো ব্যাপার না।