ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড়রা এই টুর্নামেন্টের জন্য অপেক্ষায় থাকেন। এবার আইপিএলের ম্যাচ দেখতে যাওয়া কাল হলো এক বাংলাদেশি ক্রিকেট প্রেমীর জন্য।
অসৎ উপায়ে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে ভারতের উত্তর ২৪ পরগনার সীমান্তে বিএসএফের হাতে গ্রেফতার হন মুহাম্মদ ইব্রাহিম নামের এক বাংলাদেশি যুবক। ৩১ বছর বয়সী ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার পূর্ব চাঁদপুর এলাকায়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তা জানান, জিজ্ঞেসাবাদের সময় ইব্রাহিম বলেন, সে ক্রিকেট ফ্যান। আইপিএলের খেলা দেখতে মুম্বই যাওয়ার পরিকল্পনা ছিল তার। সে বাংলাদেশি এক দালালকে ৫ হাজার টাকা দিয়েছে সীমান্ত পার হওয়ার জন্য।
জিজ্ঞাসাবাদ শেষে ইব্রাহিমকে বাংলাদেশের সীমান্তরক্ষাকারী বাহিনী (বিজিবি) এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।