প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের শৈশবের স্বপ্ন ছিল আইপিএলে খেলা। এবার তার স্বপ্ন সত্যি হতে যাওয়ায় খুশি তিনি।
আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের এবারের মোউসুমে খেলবেন মুজারাবানি। দলটিতে সুযোগ পাওয়ার পর টুইট করে নিজের অনুভূতি জানিয়েছেন এই রোডেশিয়ান পেসার। পাশাপাশি তার ফ্র্যাঞ্চাইজিকেও ধন্যবাদ জানিয়েছেন।
মুজারবানি টুইটারে লিখেছেন, ‘আইপিএল খেলার সুযোগ করে দেয়ার জন্য লক্ষ্ণৌকে ধন্যবাদ। এটা আমার শৈশবের স্বপ্ন। আমি খুবই আনন্দিত কারণ আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম সেরা লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
আইপিএলের এবারের মেগা নিলাম থেকে মার্ক উডকে ৭.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কুনুইয়ের চোটে পড়ে আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই ইংলিশ তারকা পেসার।
তার বিকল্প হিসেবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চাইছিল লক্ষ্ণৌ। যদিও আইপিএলের সময় দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ফলে বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রোডেশিয়ান এই পেসার।