২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। শনিবার (২ এপ্রিল) রাত ৮টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নবাগত দল গুজরাট টাইটান্সের মোকাবেলা করবে তারা। এই ম্যাচে দিল্লির হয়ে খেলার জোর সম্ভাবনা আছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।
ইতোমধ্যে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। ওই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৪ উইকেটে হারিয়ে নতুন মৌসুম শুরু করে তারা। তবে তবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকায় সেই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে এ ম্যাচে খেলতে পারেন তিনি।
এরই মধ্যে দিল্লি দলের সঙ্গে অনুশীলন করেছেন দ্য ফিজ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, আজ দিল্লির হয়ে অভিষেক হচ্ছে তার। যদিও একটি জায়গায় সংশয় আছে।
একাধিক বিদেশি তারকা পেসারে ঠাসা দিল্লির স্কোয়াড। সেখানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান গতিদানব লুঙ্গি এনগিদি। তাই এ ম্যাচে মোস্তাফিজের জায়গায় তাকেও বিবেচনা করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে মুম্বাইয়ের বিপক্ষে মাত্র দুই বিদেশি (টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েল) নিয়ে খেলে দিল্লি। ফলে দলে আরও দুই বিদেশি নেওয়ার সুযোগ থাকছে তাদের। সেই অনুযায়ী, মোস্তাফিজ ও লুঙ্গিকে নিয়ে চার বিদেশির কোটা পূরণ করতে পারে তারা।
সম্ভাব্য দিল্লি ক্যাপিট্যালস একাদশ
পৃথ্বি শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশভ পন্ত (উইকেটরক্ষক, অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ ও মোস্তাফিজুর রহমান/লুঙ্গি এনগিদি।
সম্ভাব্য গুজরাট টাইটান্স একাদশ
শুবমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শংকর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, ভরুন অ্যারন, লকি ফার্গুসন ও মোহাম্মদ শামি।