আইপিএলে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই তৃতীয় বলেই উইকেট নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর ইনিংস শেষে দুর্দান্ত একটি স্পেল করলেন এই টাইগার বোলার।
পুনেতে এদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।
প্রথম দুই বলে মোস্তাফিজ দেন ১ রান। তৃতীয় বলটিতেই পান উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে বোকা বানান মোস্তাফিজ দারুণ এক ডেলিভারিতে।
এমনই ডেলিভারি, আউটের আবেদনে আম্পায়ারও সাড়া দেননি। বল যে ব্যাটে লেগে গেছে, বুঝতে পারেননি তিনি। রিভিউ নেন পান্ত। আলট্রাএজে দেখা যায়, বল ব্যাটে ছুঁয়ে গেছে। ওয়েড ফেরেন মাত্র ১ রানে।
আর ইনিংসের শেষ ওভারে বল করতে এসে মোস্তাফিজ দ্বিতীয় বলে রাহুল তেওয়াটিয়াকে ও পঞ্চম বলে মনোহরকে তুলে নেন।
ইনিংস শেষে ফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট।