1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
অবশেষে বিজয়ের মুখে হাসি ফুটলো
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২, ১১:২৯ অপরাহ্ন

অবশেষে বিজয়ের মুখে হাসি ফুটলো

  • সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৭ ০ পঠিত
বিজয়

অবশেষে জাতীয় দলে ফিরলেন এনামুল হক বিজয়। ঢাকা লিগে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করার পুরস্কার পেলেন এই তারকা ওপেনার।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বিজয়।

এনামুল হক বিজয় ২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান। সেই চোট সেরে ২০১৮ সালের জানুয়ারিতে ওয়ানডে দলে ফিরলেও প্রত্যাশিত পারফরম্যান্স করে জাতীয় দলে থিতু হতে পারেননি।

২০১৮ সালে ৭ ওয়ানডেতে যথাক্রমে ১৯, ৩৫, ১, ০, ০, ২৩ ও ১০ রান করে আউট হন বিজয়।

এমন বাজে পারফরম্যান্সের কারণে এরপর এক বছর অপেক্ষা করতে হয় জাতীয় দলে ফিরতে। ২০১৯ সালের জুলাই মাসে এক ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ১৪ রানে আউট হন বিজয়।

২০১৯ সালের ৩১ জুলাইয়ের পর ফের জাতীয় দলে সুযোগ পেলেন বিজয়। এবার অবশ্যই প্রত্যাশার চেয়ে ভালো খেলে বিজয় চাইবেন নিজেকে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য হিসেবে গড়ে তুলতে।

বিজয় জাতীয় দলের হয়ে ৩৮টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৪৮০ রান সংগ্রহ করেন।

প্রসঙ্গত, আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।

১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট আর ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

২, ৩ ও ৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি আর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে সফর শেষ করবে বাংলাদেশ দল।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports