ক্রিকেটার নাসির হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে আরো অনেক আগেই। মাঠের বাইরে নানা বিতর্ক সৃষ্টি এর অন্যতম কারণ। একসময় তিনি জাতীয় দলের সেরা ‘ফিনিশার’ হিসেবে পরিচিত ছিলেন। সেই দিন হারিয়ে গেছে, নাসিরও যেন হারিয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
এখনো ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে দেখা যায় নাসিরের ঝলক। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে যেমন নাসির আর তানবীরের ব্যাটে জয় পেল রংপুর বিভাগ।
তামিম ইকবাল-মমিনুল হকদের মতো জাতীয় দলের তারকাদের নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ তদের প্রথম ইনিংসে ১২৬ রানে অল-আউট হয়েছিল। তামিম ১৯, মাহমুদুল ১১ আর মমিনুল করেন ১৩ রান। জবাবে ২২২ রানের স্কোর গড়ে ৯৬ রানের লিড নেয় রংপুর বিভাগ। নাঈম ইসলাম করেন ৫১ রান।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও চট্টগ্রামের ব্যাটিং দুর্দশা কাটেনি। তামিম ২১ আর মমিনুল ২২ রানে আউট হন। মাহমুদুল করেন ৭ রান।
অধিনায়ক ইরফান শুক্কুরের ৮২ বলে ৬৭ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে টেনেটুনে ১৯৯ রান তুলতে পারে চট্টগ্রাম বিভাগ। এতে জয়ের জন্য রংপুর বিভাগের টার্গেট দাঁড়ায় ১০৪ রানের।
রান তাড়ায় রংপুরও বিপদে পড়েছিল। দলীয় ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিন টপ অর্ডার। তবে চতুর্থ উইকেটে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুরকে ৭ উইকেটের জয় এনে দেন নাসির হোসেন ও তানবীর হায়দার। নাসির ৪৪ বলে ৭ চার ২ ছক্কায় ৪৫ আর তানবীর ৫৪ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।