মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের ছেলে স্টারলিং এএফসি অনূর্ধ্ব ২০ ফুটবল টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে সুযোগ করে নিয়েছেন।
স্টারলিংয়ের বাবা সাবেক ফুটবলার বাবলা নাইয়াং এবং মা সাবিত্রী।
তিনি কুলাউড়ার ইতিহাসের প্রথম ফুটবলার যিনি জাতীয় পর্যায়ের কোন দলে সুযোগ পেলেন। এশিয়া মহাদেশে ৪৩ টি দেশ এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ বি-গ্রুপে চারটি দলের সাথে খেলবে। দলগুলো হলো নেপাল, ভুটান, কাতার ও স্বাগতিক বাহরাইন।
আগামী ১০ সেপ্টেম্বর স্বাগতিক বাহরাইন ও বাংলাদেশের ম্যাচের মাধ্যমে পর্দা উন্মোচন হবে এ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার।
বাংলাদেশ দলের অন্য ম্যাচগুলো ১২ সেপ্টেম্বর নেপাল, ১৬ সেপ্টেম্বর ভুটান এবং ১৮ সেপ্টেম্বর শক্তিশালী কাতারের বিপক্ষে খেলবে।
ছোটবেলা থেকেই কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে স্টারলিং নিজের ফুটবল শৈলী প্রদর্শন করে আসছেন। বর্তমানে বিকেএসপির ছাত্র তিনি। তার ফুটবলের হাতে খড়ি রবিরবাজার ফুটবল একাডেমির মাধ্যমে।
স্টারলিং জাতীয় দলে সুযোগ পাওয়ায় কুলাউড়ার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবার প্রত্যাশা এএফসি কাপে চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে স্টারলিং কুলাউড়ার জন্য সুনাম বয়ে আনবেন।